বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মার্চ-এপ্রিল মাসে যদি এই অবস্থা হয়, তাহলে আগামী দিনে অর্থাৎ মা-জুন মাসে না জানি কি অবস্থাটাই না হবে!
তাই প্রশ্ন উঠছে গরমের ছুটিও কি আগে পড়ে যাবে? বিকাশভবন সূত্রে খবর, এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা। কারণ এক্ষেত্রে জেলাভিত্তিক রিপোর্ট হাতে পেতে চাইছেন তাঁরা। এই কারণেই আরও এক সপ্তাহ অপেক্ষা করতে চাইছে বিকাশ ভবন। রাজ্যে সাধারণত গরমের ছুটি পড়ে মে মাসের ১২ থেকে ২৩ তারিখ নাগাদ।
ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী কয়েক মাসে সেই তাপপ্রবাহের তীব্রতা কোথায় পৌঁছবে তা ভেবেই রীতিমতো আতঙ্কিত রাজ্যের শিক্ষকমহল। প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে দীর্ঘ দেড় মাস ধরে গরমের ছুটি দেওয়ার প্রবণতা।