বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
সম্প্রতি হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন কাকু। এবার ওই অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে কলকতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। পাশাপাশি আবেদন করা হয়েছে জামিনের শর্ত কমানোর জন্যও।
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ অসুস্থ থাকায়, মানবিক দিক দিয়ে বিবেচনা করে তার চিকিৎসার জন্য অন্তবর্তী জামিন মঞ্জুর করেছিল আদালত। এবার সেই জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হল হাইকোর্টে।