বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় গত মাস থেকে জেলবন্দি ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুজয়কৃষ্ণর স্ত্রী বাণী ভদ্র। তাঁর মৃত্যুতে জামিন না পেলেও প্যারোলে ছাড়া পেয়েছেন সুজয়বাবু। বাড়ির নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী। সর্বক্ষণ বাইরে ১ জন আর অন্দরে পাহারায় ৩ জওয়ান। জানা গিয়েছে, যারা সমবেদনা জানাতে বা ‘কাকু’র সঙ্গে দেখা করতে আসছেন, সেইসব আত্মীয়-পরিজনদেরও রীতিমতো জোর তল্লাশির পর ঢুকতে দেওয়া হচ্ছে বাড়ির ভিতরে।
কালীঘাটের কাকু যখন প্যারোলে মুক্তি চান সেই সময় হাইকোর্টে তার বিরোধিতা করেছিলেন ইডি-র আইনজীবী। বক্তব্য ছিল, ‘অভিযুক্তকে এসকর্ট ছাড়া প্যারোল দেওয়া উচিত হবে না। কারণ এসকর্ট ছাড়া প্যারোল দেওয়া হলে তিঁনি তথ্য প্রমাণ বিকৃত করা হতে পারে’। এরপরেই হাইকোর্ট কালীঘাটের কাকুর বাড়িতে ২৪ ঘণ্টার জন্য় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে।