আবারও তোলপাড় রাজ্য রাজনীতি। সবে মাত্রই রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব পদে তিন মাসের মেয়াদ বেড়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এরইমাঝে এবার মমতা ঘনিষ্ঠ আমলা কে রাজ্য থেকে সরিয়ে দিল্লিতে তুলে নিল কেন্দ্র। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিতে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র সরকার। রাতারাতি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে কেন্দ্র। ৩১ মে সোমবার সকাল ১০টায় তাঁকে দিল্লির নর্থ ব্লকে রিপোর্ট করতে হয়েছে। আলাপনবাবুকে কর্মিবৃন্দ ও প্রশিক্ষণ মন্ত্রকে কাজে যোগ দিতে বলেছে কেন্দ্রীয় সরকার। ক্যাবিনেটে নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশ দিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, এদিকে মুখ্যসচিবের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে ডেকে পাঠাল কেন্দ্র। নিয়ম অনুযায়ী, কেন্দ্রে ফিরে যাওয়ার আগে মুখ্যসচিবকে অব্যাহতি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আর এই নিয়ে প্রশাসনিক মহল থেকে শাসক দলে তীব্র অসন্তোষ দেখা গিয়েছে শুক্রবার রাত থেকেই। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ ঘিরে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসকদল তৃণমূল। ১৯৮৭ সালের ব্যাচের আইএএস আলাপন মুখ্যমন্ত্রীর অন্যতম ‘আস্থাভাজন’ আমলা। দীর্ঘ প্রশাসনিক জীবনে একাধিকবার বিভিন্ন সমস্যা থেকে সরকারকে বের করে এনেছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হিসেবে গত বছর অক্টোবর মাসের ১ তারিখে দায়িত্ব নিয়েছিলেন আলাপন। তার আগে স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন তিনি। যদিও বিজেপির দাবি, এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত।