দুঃখের খবর রেলযাত্রীদের জন্য

আচমকাই দুঃখের খবর রেলযাত্রীদের জন্য৷ রেলের তরফে আগেই খবরটা জানানো হয়েছিল৷ প্রবল সেই সমস্যার শুরু আজ থেকেই। ব্যান্ডেল জংশন স্টেশনে ‘নন ইন্টারলকিং’-এর কাজের জন্য আজ, শুক্রবার বেলা ৩টে থেকে সোমবার বেলা ৩টে পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন৷ ব্যস্ততম এই স্টেশন টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হবে যাত্রীদের৷ এ বিষয়ে আগেই দুঃখ প্রকাশ করেছিল রেল। রেলের কাজের জন্য গুচ্ছ  ট্রেন বাতিল করা হয়েছে৷ লোকাল তো বটেই, বাতিল হয়েছে ৪০ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন৷

হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য গত দু’সপ্তাহ ধরে কাজ চলছে। সেই কাজেরই শেষ পর্যায় চলছে৷ ব্যান্ডেল জংশন বন্ধ রেখে ‘নন ইন্টারলকিং’-এর কাজ করা হবে। রেলের তরফে জানানো হয়েছে, ব্যান্ডেল স্টেশন বন্ধ থাকার ফলে সংলগ্ন যে-সকল লাইন এই জংশনে এসে মিশেছে, সেই সব রুটেও ৭২ ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। ৭২ ঘণ্টায় প্রচুর ট্রেন বাতিল হয়েছে। ট্রেন বন্ধ থাকায় এই সময়ের মধ্যে সংলগ্ন বিভিন্ন শাখায় জরুরি রক্ষণাবেক্ষণের কাজও সেরে নিচ্ছে রেল।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১২টায় হাওড়া স্টেশন থেকে মেন শাখায় বর্ধমানগামী অন্তিম লোকাল ছাড়বে৷ হাওড়া থেকে ব্যান্ডেলগামী শেষ লোকাল ছাড়বে বেলা ১টা বেজে ৩৩ মিনিটে। কাটোয়াগামী শেষ লোকাল ছাড়বে বেলা ১২টা ১০ মিনিটে৷ এই তিনদিন এক জোড়া হাওড়া-মেমারি এবং এক জোড়া শিয়ালদহ-বর্ধমান লোকালও বন্ধ রাখা হয়েছে। বলা হয়েছে, খন্যান ও চুঁচুড়ার মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। কাটোয়া শাখায় ত্রিবেণী স্টেশন থেকে ট্রেন চলবে ট্রেন চালানো হবে।