বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই তৃণমূলের ফান্ডে গিয়েছে সিইএসসির ১৮.৫ কোটি টাকা!
নেপথ্যে রয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এবার কলকাতা হাইকোর্টের কাছে এমনটাই দাবি করলেন সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার একজন কর্মী। ২০১১ সালের পর থেকে উক্ত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সমবায় ব্যাঙ্কের ভোট বন্ধ। সেই কারণে ২০১৩ সালে রাজ্যের তরফ থেকে পুরনো বোর্ড ভেঙে নমিনেশনের মাধ্যমে ডিরেক্টর নির্বাচন করা হয়।
এখনও ওই বোর্ড চলছে। আগামী ১৭ এপ্রিল সমবায় ভোট রয়েছে। এবার তার আগেই স্বচ্ছভাবে ভোট পরিচালনার দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে সিইএসসির একজন কর্মী। মামলাকারীর দাবি, ভোট এসে গেলেও কোনও ড্রাফট ভোটার লিস্ট বানানো হয়নি। ফলে কারা ভোটার সেটা এখনও পরিষ্কার নয়।