আচমকাই বড় সিদ্ধান্ত সরকারের তরফে, বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ভেঙে দেওয়া হল ৩৩০টি বেআইনি মাজার। প্রাশাসনের দাবি, ওই মাজারগুলির অধিকাংশই সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে উঠেছিল। সেই কারণেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পু্ষ্কর সিং ধামি জানান, ‘দেবভূমিতে জমি-জেহাদের ষড়যন্ত্র রেয়াত করা হবে না।’
মুখ্যমন্ত্রী ধামির অনুমতিতে গত ৯০ দিন ধরে উত্তরাখন্ডে চালানো হচ্ছে ‘বৃহত্তম সাফাই অভিযান’। তাতেই বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩৩০টি মাজার এবং একই ধরনের ধর্মস্থান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কার্যাকলাপে বাড়বাড়ি নিয়ে সতর্ক করে গোয়েন্দারা। তাতে কাজ না হওয়ায় এরপরই বেআইনি মাজারগুলিকে গুঁড়িয়ে দেওযার সিদ্ধান্ত নেওয় হয়।
এদিকে গেরুয়া সরকারের বুলডোজার শাসনের বিরুদ্ধে মুখ খুলেছে বিরোধী দল কংগ্রেস। জানা যাচ্ছে, হঠাৎই বুলডোজার দিয়ে এই মাজার ভাঙার সিদ্ধান্ত মোটেই ভালো ভালো ভাবে নেয়নি দেশের মুসলিম সমাজ।