মেডিকা’য় বয়স্ক রোগীর সফল রোবোটিক সার্জারি

পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন মেডিকা সুপারস্পেশাল্টি হসপিটাল তাদের নতুন অনকোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে কলকাতায় বিশ্বমানের চিকিৎসার সুযোগ এনে দিয়েছে। এবার তারা আরেকটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল একজন ৭৪ বছর বয়সী কিডনি ক্যান্সার রোগীর অপারেশনের মাধ্যমে। নানারকম শারীরিক জটিলতা থাকায় প্রচলিত উপায়ে তাঁর অপারেশন সম্ভব ছিল না। এই সফল অপারেশনের নেতৃত্ত্বে ছিলেন মেডিকা ক্যান্সার হসপিটালের ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত।

গত ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মালাবাড়ির ছাতরা নিবাসী ৭৪ বছর বয়স্ক জসিমুদ্দিন লস্করের অপারেশন করেন ডাঃ অভয় কুমার (হেড-ইউরোলজি, সার্জিক্যাল অনকোলজি, রোবোটিক সার্জারি, মেডিকা ক্যান্সার ইনস্টিটিউট, মেডিকা সুপারস্পেশাল্টি হসপিটাল)। এটিই ছিল মেডিকা সুপারস্পেশালটি হসপিটালের প্রথম রোবোটিক সার্জারি। সফল অপারেশনের পরদিনই রোগী ডিসচার্জ পাওয়ার মতো সুস্থ হয়ে ওঠেন। এই অপারেশনের জন্য যে বাড়তি ব্যয় হয়েছিল তা আর্থিক বোঝা হয় নি, কারণ হাসপাতালে থাকতে হয়েছে খুবই কম সময়, ওষুধপত্র লেগেছে বেশ কম এবং রক্তের প্রয়োজনও হয় নি, অথচ সার্জারির পর সুস্থতা নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, মেডিকা সবসময়ই আধুনিক টেকনোলজিতে নির্ভর করে থাকে, যার ফলে রোগীদের হাসপাতালে থাকায় সময় ও ব্যয় কম হয় কিন্তু তুলনামূলকভাবে উন্নত চিকিৎসা পাওয়া যায় ও তাড়াতাড়ি সুস্থতা ফিরে আসে। সেইজন্য রোগীদের সুবিধার্থে মেডিকায় আনা হয়েছে ফোর্থ জেনারেশন দা ভিঞ্চি এক্স সিস্টেম।