নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আজ কোচবিহার ডিভিশনাল ম্যানেজারের কাছে ১১ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আগামী ২৬ শে ফেব্রুয়ারী বহরমপুরে অনুষ্ঠিত হতে চলছে ১৬ তম কনভেনশন। সেই কনভেনশন কে সামনে রেখে কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং বহরমপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে আজ স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়িজ ইউনিয়ন। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়িজ ইউনিয়নের কোচবিহার ডিভিশনের সম্পাদক রনজিৎ ধর বলেন, তাদের বেশ কিছু দাবি রয়েছে তার মধ্যে অন্যতম শূন্য পদে কর্মী নিয়োগ, কন্ট্রাকচুয়ালদের রেগুলার করতে হবে, পাশাপাশি রেগুলার না করা পর্যন্ত বেতন ২১ হাজার করতে হবে। তিনি আরও জানান তাদের দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।