রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন আরও একবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ৷ আদালতের পর্যবেক্ষণ, ‘দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। অযোগ্যদের চাকরি দিয়ে, যোগ্যদের শুধু বঞ্চিত করাই হয়নি৷ অযোগ্যদের হাতে আগামী প্রজন্মের শিক্ষার ভার তুলে দেওয়া হয়েছে৷ আগামী প্রজন্মকে অনিশ্চিতয়ার দিকে ঠেলে দেওয়া চরম প্রতারণা,’ মন্তব্য কলকাতা হাই কোর্টের৷
এ ব্যাপারে বিচারপতির মন্তব্য, ‘‘এটা কোনও পোস্ট মাস্টারের চাকরি নয়। মনে রাখবেন এখানে শিক্ষক নিয়োগ হচ্ছে। সেখানেও যদি দুর্নীতি হয়, তবে এটা তো সমাজের সঙ্গে বেইমানি করা হল।’’ কড়া মনোভাব নিয়েই এদিন বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, ‘‘একজন পাবলিক সার্ভেন্ট এর উচিত তার কর্তব্য পালন করা। এই স্ক্যামে শিক্ষা ব্যবস্থাকে বঞ্চিত করা হয়েছে। আমরা ১বছর পরে জামিনের কথা ভাববো…৷’
এদি সুবীরেশের আইনজীবী আদলতকে জানান, তাঁর মক্কেল যখন এসএসসির চেয়ারম্যান ছিলেন, সেই সময় নিয়োগ দুর্নীতি হয়নি। এর পর তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন৷ আইনজীবীর বক্তব্য শোনার পরই বিচারপতি বাগচী বলেন, ‘‘তিনি তো আর ভারতের রাষ্ট্রপতির ভাইস চ্যান্সেলর নন। অতএব, আমরা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয়। আমরা জানতে চাই, দুর্নীতিতে সুবীরেশের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে।’’