আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্টে এআইআর ১ অর্জন করেছে শুভ্রদীপ

কলকাতা আকাশ বাইজু’স-এর ছাত্র শুভ্রদীপ বান্দ্যোপাধ্যায় ২০২২ সালের আইআইএসইআর অ্যাপটিটিউড টেস্টে এআইআর ১ অর্জন করায় গর্বিত বাইজুস। গতকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর ) এই ফলাফল ঘোষণা করেছে।  উল্লেখ্য, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ২০২০ সালে শুভ্রদীপ বান্দ্যোপাধ্যায় আকাশ বাইজু’স-এ ভর্তি হয় দুই বছরের ক্লাসরুম প্রোগ্রামে। তার এই সাফল্যে বাইজুসকে ধন্যবাদ জানিয়ে শুভ্রদীপ বলেন, ইনস্টিটিউটের বিষয়বস্তু এবং কোচিং উভয় ক্ষেত্রেই সাহায্য করেছে।  

চলতি বছরের ৩ জুলাই আইআইএসইআর ৫ বছরের বিএস- এমএস প্রোগ্রাম, ৪ বছরের বিএস  ইঞ্জিনিয়ারিং এবং ইকোনমিক সায়েন্স প্রোগ্রামের জন্য  আইআইএসইআর-এর অ্যাপটিটিউড টেস্ট  অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দেশের সাতটি শহরে আইআইএসইআর-এর অ্যাপটিটিউড টেস্ট  হয়। 

এই সাফল্যের জন্য শুভ্রদীপকে অভিনন্দন জানিয়ে আকাশ বাইজু’স-এর ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধুরি বলেন, শুভ্রদীপের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠাই আজ তাঁকে সফল হতে সাহায্য করেছে।