কড়া বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের পরিস্থিতিতেই ক্রমাগত বাড়ছে বিদ্যুতের চাহিদা। সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের অপচয়ও। এই সমস্যায় রাশ টানতে ময়দানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অযথা ফ্যান, লাইট চালিয়ে রাখা যাবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষা দফতরের দেওয়া নির্দেশিকা পৌঁছে গিয়েছে। জানানো হয়েছে, প্রচন্ড গরমের জেরে রাজ্যজুড়ে যেভাবে বিদ্যুতের চাহিদা বাড়ছে এই অবস্থায় দাঁড়িয়ে বিদ্যুতের অপচয় একেবারেই বরদাস্ত করা হবে না।

প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। বিদ্যুতের অপচয় রুখতে গোটা শিক্ষা দফতরকে নিয়মিত নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলগুলি সেই অর্ডার পালন করছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।