শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই দিন গুনছে পরীক্ষার্থীরা। মাঝে মাত্র বাকি আর কয়েকটা দিন। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। তবে অন্যবারের তুলনামায় এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক কড়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নেওয়া হচ্ছে বেশ কিছু কঠোর পদক্ষেপ। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনসহ ধরা পড়লেই কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকি তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া বাতিল করে দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করা হচ্ছে।
পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার হলে মোবাইল নিয়ে না আসেন তার জন্য বারবার সচেতন করা হচ্ছে। অভিভাবকদেরও বলা হচ্ছে বারবার। তারপরেও যদি কেউ পরীক্ষার হলে ফোন আনেন এবং পরীক্ষা চলাকালীন ধরা পড়ে যান তাহলে পর্ষদ অন্যান্য বারের থেকে আরও বেশি কঠোর পদক্ষেপ নিতে চলেছে।