সরকারের তরফে কড়া নজরদারির নির্দেশ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আবাস যোজনা প্রকল্পে টাকা পাঠানোর আগে থেকে শুরু করে টাকা পাঠানোর পর পর্যন্ত প্রত্যেকটি ধাপে অত্যন্ত সাবধানী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

এই সরকারি প্রকল্পে ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রথম কিস্তির ৭ হাজার টাকা। যারা এখনও পর্যন্ত এই সরকারি অর্থ পেয়েছেন তাদের কাছে যাতে কোনোভাবেই বেশি দামে নির্মাণ সামগ্রী বিক্রি করা না হয় এবার তা নিয়েই কড়া নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যে এই বিষয়ে ব্লক স্তরের অধিকারীদের নির্দেশ পাঠানো হয়েছে।

দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন রাজ্যের মুখো সচিব মনোজ পন্থ। ওই বৈঠক থেকেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ যাতে ত্বরান্বিত হয় এবং প্রাপকদের জন্য যাতে প্রয়োজনীয় সাহায্য সুনিশ্চিত করা যায়, তার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের।