যাত্রীদের কথা মাথায় রেখে কড়া নির্দেশ আদালতের

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। মাঝেমধ্যেই লেডিজ কম্পার্টমেন্টে যাতায়াত করছেন পুরুষরা। এবার এই নিয়ে মামলা হতেই রেলকে বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

এই অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিয়েতা ভট্টাচার্য। তাঁর আইনজীবী তমাল সিংহ রায় বলেন, তাঁর মক্কেল পেশাগত দিক থেকে একজন আইনজীবী। রোজ লোকাল ট্রেনে যাতায়াত করতে হয় তাঁকে। সেই যাতায়াতের সময়ই দেখেন, লেডিজ স্পেশ্যাল ট্রেনে যাতায়াত করছেন পুরুষ যাত্রীরা।

উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর রেলকে সতর্ক করে হাই কোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এক্সপ্রেস অথবা মেল ট্রেনের সংরক্ষিত কামরায় যদি নিয়ম ভেঙে সফর করা হয় তাহলে রেলকে কঠোর ব্যবস্থা নিতে হবে।