এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় আপাতত পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। প্রেমিকাকে খুন করার পর ৩৫ টুকরো করেছে সে। জঙ্গলে ১৮ দিন ধরে সেই টুকরো ছড়িয়ে এসেছে। শ্রদ্ধা ওয়াকার খুনে এতকিছু তথ্য জানার পরেও আফতাবকে ‘থার্ড ডিগ্রি’ দিতে পারবে না পুলিশ। এমনকি কোনও ভাবেই তার সঙ্গে জোর-জবরদস্তি করা যাবে না!
দিল্লির এক আদালতের নির্দেশ শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাবের বিরুদ্ধে কোনও রকম ‘জুলুম’ করা যাবে না। আগামী ৫ দিনের মধ্যেই তার ‘নারকো টেস্ট’ হবে। বিষয় হল, এমন এক ঘটনায় অভিযুক্তকে সামনে পেলে যে কারোর মাথা ঠিক রাখা অসম্ভবের সমান। কিন্তু আফতাবের সঙ্গে তেমন কিছুই করা যাবে না কারণ ইতিমধ্যেই সে একাধিকবার নিজের বয়ান বদল করেছে, পুলিশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। তাই এই অবস্থায় নির্দেশ দেওয়া হয়েছে, ‘নারকো টেস্ট’ করার আগে তার সঙ্গে যেন ‘ভালো’ আচরণ করা হয়।
আসলে আফতাবের বিরুদ্ধে পোক্ত প্রমাণ জোগাড়ে হিমশিম খাচ্ছে পুলিশ। কারণ শ্রদ্ধার দেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না এখনও। আফতাব নিজে খুনের কথা স্বীকার করলেও খুন করার অস্ত্র এবং শ্রদ্ধার শরীরের বাকি টুকরোর হদিশ মেলা দুষ্কর হয়ে উঠেছে। এদিকে বয়ান বারবার বদলের কারণে আফতাবকে নিয়ে ধন্দে পড়ছে পুলিশও। তাই মূল তথ্য পেতে এখন সমঝে-বুঝে চলার পথেই হাঁটছে পুলিশ।