কড়া বার্তা সরলাকে: ‘আবর্জনাকে ফেরানো হবেনা’ বললেন মৌসম নূর

দল টিকেট দিলেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সরলা মুর্মু। তবে কয়েক মাসের মধ্যেই মোহভঙ্গ হয়েছে। ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, কিন্তু তাকে ফেরাতে নারাজ মালদা জেলার তৃণমূল সভাপতি মৌসুম নূরের।

দলত্যাগীদের ফেরানোর উদ্দেশ্যে রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, ” ওকে দলের ফেরানো যাবে না। অনেক আবর্জনা দল থেকে বেরিয়ে গিয়েছে তাতে দলেরই ভালো হয়েছে, উনি শুধুমাত্র ক্ষমতা, পদ আর স্বার্থের জন্য দল পরিবর্তন করেছিলেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটও দিয়েছিলেন তার সত্বেও উনি দুর্নীতির বিরুদ্ধে বাজে মন্তব্য করেছিলেন, ওনার জায়গা এই দলে হবে না।”

সরলা মুর্মুর মতো একাধিক নেতা নেত্রী দলত্যাগ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের দাবি তাদের ২৬ জন সদস্য রয়েছেন যারা সংখ্যাগরিষ্ঠ। বিজেপির দাবি জেলা পরিষদ তাদের দখলে এবং তাদের সঙ্গে ২১জন সদস্য রয়েছে।

মালদা জেলার পরিষদের বোর্ড দখলে রাখতে ১৯ জন সদস্যের প্রয়োজন তৃণমূলের দখলে থাকবে এমনটা দাবি করেছিলেন তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। ফলে সরলা মুর্মুকে যদি ফেরানো হয় তা জেলা পরিষদে কোনো প্রভাবই ফেলবে না।