জঙ্গি কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

দিন প্রতিদিন বেড়ে চলেছে জঙ্গিদের কার্যকলাপ। গ্রেফতার করা হয়েছে একের পর এক। এই বিষয় প্রকাশ্যে আসার পর রাজ্যের কারা এবং স্বরাষ্ট্র দফতরের শীর্ষ আধিকারিকদের মধ্যে বেশ কিছু বৈঠক হয়। তারপরেই জেলের বন্দিদের মোবাইল ফোনের ব্যবহার রুখতে এবার বিরাট উদ্যোগ নিচ্ছে কারা দফতর।

কারা দফতর সূত্রে জানা যাচ্ছে, ওপার বাংলার বর্তমান পরিস্থিতি ও সেখানকার নানান জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের বিষয়ে নির্দিষ্ট খোঁজখবর নেওয়ার পর রাজ্যের কাছে বেশ কিছু পরামর্শ পাঠায় অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানেই নাকি বলা হয়, জেলের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার রুখতে নয়া প্রযুক্তির জ্যামার বসাতে হবে। এরপরেই এই বিষয়ে উদ্যোগ নিয়েছে কারা দফতর।

জানা যাচ্ছে, রাজ্যের নানান জেলে জ্যামার বসানোর তোরজোড় শুরু করা হয়েছে। আপাতত প্রেসিডেন্সি জেল ও দমদম সেন্ট্রাল জেলে তা ‘পাইলট প্রোজেক্ট’ হিসেবে শুরু করা হচ্ছে।