কড়া আইন বন দফতরের! বাড়ির, বাগানের গাছ কাটলেও মানতে হবে নিয়ম

বাড়ির গাছ কাটবেন ভেবেছেন! খুব সাবধান।নগরায়নের জন্য বিপন্ন গাছ। পরিবেশের দফারফা। তবে এবার গাছ বাঁচাতে কড়া আইন আনতে পারে বন দফতর।এবার ব্যক্তিগত মালিকানায় থাকা কোনও গাছ কাটতে হলেও বন দফতরের অনুমতি নিতে হবে। স্রেফ স্থানীয় প্রশাসনের অনুমতি নিলে হবে না।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার বিধানসভায় জানিয়েছেন, কেউ নিয়ম না মানলে কড়া হতে পারে বন দফতর।এখন প্রশ্ন হল, রাস্তা তৈরি বা সম্প্রসারণের জন্য গাছ কাটা হলেও কি একইভাবে বন দফতরের অনুমতি নেওয়া হবে! সেক্ষেত্রে বলা হয়েছে, রাস্তা তৈরির সময় গাছের কোনও ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। গাছ সরানো যায় কি না তাও দেখা হবে।

পরিবেশ দূষণ এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সারা বিশ্বে। গাছ কাটার ফলে জলবায়ুতেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তাই গাছ কাটা রুখতে আরও কড়া আইন আনতে চাইছে বন দফতর।