বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার রেশন দুর্নীতি মামলায় আচমকাই তৎপর কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের সকল ডেপুটি কমিশনারদের কাছে সমস্ত তথ্য জানতে চাইল লালবাজার। শুক্রবারই সব তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই রকম ভাবে এই মামলায় রাজ্য পুলিশের কাছে জেলাগুলির সকল তথ্য চাওয়া হয়েছে কিনা অথবা জমা দেওয়ার কথা বলা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, এই মুহূর্তে রেশন দুর্নীতি মামলার তদন্তভার রয়েছে ইডির হাতে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।