কড়া নির্দেশ, নবান্নে শুরু হবে নজরদারি

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে বাংলায় ভালো পারফরম্যান্স করেছে রাজ্য সরকার। তবে এরপরেই একাধিক বিষয়ে কড়া বার্তা দিয়েছে সরকার।

এর আগে ভেতরকার খবর বাইরে চলে যাচ্ছে বলে নবান্নের কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, তার ঘরে ঢুকলে যেমন সবাই মোবাইল বাইরে রেখে ঢোকেন, তেমনই এবার থেকে অর্থ ও স্বরাষ্ট্র দফতরে ঢোকার সময়ও বাইরে রেখে ঢুকতে হবে।

আর মোবাইলের পর এবার ফাইলের গতিবিধির উপর নজর রাখবে পুলিশ। জানা গিয়েছে কোন দপ্তর থেকে ফাইল বা নথি কোন দপ্তরে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছেন, এই সব দিকেই এবার নজর রাখবে পুলিশ। এই সমস্ত বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি সিনিয়র আইপিএস অফিসার মনোজ ভার্মাকে ডেকে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।