আসন্ন নতুন বছর পূর্বে কড়া নির্দেশ রাজ্যের মন্ত্রীদের জন্য

বছর প্রায় শেষের পথে, শুরু হবে নতুন বছর। তার পরে বছর ঘুরলেই ২০২৬ সালে রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য মন্ত্রিসভার কোনও সদস্য যাতে অযথা বিতর্কে না জড়িয়ে পড়েন, সেটা সুনিশ্চিত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই কারণে এবার রাজ্যের মন্ত্রীদের বড় নির্দেশ দিয়ে দিলেন তিনি। আগামী বছরের শুরু থেকেই এই নির্দেশ মেনে চলতে হবে। রাজ্যের মন্ত্রীদের আকছারই নানান অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। এবার এই প্রেক্ষিতেই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রীরা কোন অনুষ্ঠানে যাচ্ছেন, এবার থেকে সেটা আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরে। তাঁদের কোন অনুষ্ঠানে যোগ দিতে হবে কিংবা কোথায় তাঁদের উপস্থিত হওয়ার প্রয়োজন রয়েছে, সেটা প্রথমে মুখ্যমন্ত্রীর দফতর খতিয়ে দেখবে। এরপরেই এই বিষয়ক ‘অনুমোদন’ পাওয়া যাবে। ২০২৫ সালের শুরু থেকেই নয়া নির্দেশ লাগু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।