সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। পথে নেমে আন্দোলন করেছিলেন অনেকে।
সেই ‘সুযোগ’কে কাজে লাগিয়ে ডাক্তারদের একাংশ আবার দেদার প্রাইভেট প্র্যাকটিস করেছিলেন বলে অভিযোগও ওঠে। এবার এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। সম্প্রতি সরকারি চিকিৎসকদের উদ্দেশে নতুন ফরমান জারি করেছে স্বাস্থ্য দফতর। সেখানে কার্যত সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়েছে, কোনও সরকারি শিক্ষক-চিকিৎসক সোমবার থেকে শনিবার অবধি সকাল ৯টা থেকে বিকেল ৪টে অবধি প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না।
সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই ৮ পাতার নির্দেশ জারি করেন। একইসঙ্গে বলা হয়েছে, একটানা ১২ ঘণ্টার বেশি ডিউটি করা যাবে না। তবে সকল শিক্ষক-ডাক্তারকে এক সপ্তাহে অন্তত ৪২ ঘণ্টা ডিউটি করতে হবে।