নির্দেশ না মানায় কড়া মন্তব্য শিক্ষা পর্ষদ সভাপতির বিরুদ্ধে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়।

নিয়োগ দুর্নীতির একটি মামলায় আদালতের নির্দেশ না মানায় আদালতে হাজির হতে বলা হয় গৌতম পালকে। আদালতে হাজির হতেই তাকে দেখে রাগান্বিত হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশ না মানলে গৌতম পালের বেতন বন্ধ করে দেওয়া হবে। একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে পর্ষদকে।

জানা গিয়েছে, এক টেট প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০২০ সালে। ওই চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হলে বিচারপতি প্রাথমিক শিক্ষা সভাপতিকে নির্দেশ দেন ওই প্রার্থীকে দ্রুত ইন্টারভিউয়ে ডাকতে হবে। তবে চাকরিপ্রার্থীর অভিযোগ এতদিন হয়ে গেলেও তিনি ইন্টারভিউয়ে ডাক পাননি।