বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই রাজ্যে চিন্তা বাড়ছে রেফার রোগের সংখ্যা নিয়ে। রাজ্যে নতুন করে রেফার রোগের সংক্রমণ দেখা দিয়েছে। রেফার রোগের পরিসংখ্যাণে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে। আর তার সঙ্গে নাকাল হওয়া রোগীর পরিবারের ছবি সামনে আসতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ আগেই স্বাস্থ্য দফতর কোন কোন মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা রোগীর সংখ্যা সাত শতাংশের বেশি, তা চিহ্নিত করেছিল। হাসপাতালের সুপার ও সিএমওএইচদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। এবার হাসপাতালগুলোরে রেফার করার মানসিকতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ১৩টি হাসপাতাল চিহ্নিত করেছে। যাদের রোগী রেফারের সংখ্যা সাত শতাংশের বেশি। এই রেফারের হার সাত শতাংশের নীচে নামাননোর নির্দেশ স্বাস্থ্য দফতর দিয়েছে। এই হাসপাতালগুলোর মধ্যে যেমন রয়েছে কার্সিয়াং মহকুমা হাসপাতাল, সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, তেমনি রয়েছে কৃষ্ণনগর জেলা হাসপাতাল, বনগাঁ হাসপাতাল।
নবান্ন সূত্রের খবর, আগের থেকে হাসপাতালগুলোর রেফারের প্রবণতা কমে এসেছে। তবে রোগীদের রেফারের প্রবণতা আরও কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। রেফারের প্রবণতা কমালে কিছু কিছু হাসপাতালের ওপর যে বিশাল চাপ পড়ে তা, তা কমানো সম্ভব হবে বলে স্বাস্থ্য দফতর মনে করছে।
প্রথমে রেফারের প্রবণতা কমানোর জন্য স্বাস্থ্য দফতরের তরফে গাইড লাইন পাঠানো হয়। সেখানেই কী কী মানতে হবে, তার নির্দেশ থাকে। কিন্তু হাসপাতালগুলোতে এই নির্দেশিকা পাঠানোর পরেও রেফার রোগীর হার কমেনি। এরপরেই স্বাস্থ্য দফতর কড়া অবস্থান নেয়। ১৩টি হাসপাতালকে চিহ্নিত করে। চিহ্নিত হাসপাতালগুলোর রেফার রোগীর সংখ্যা কমানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থার নির্দেশ দিয়েছে নবান্ন।