দেশ বাঁচাতে চাইলে বিক্ষোভ থামান: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

অর্থনৈতিক সঙ্কটে কারনে ধুঁকছে শ্রীলঙ্কার। এরই মাঝে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দাবি করেছেন, তিনি সর্বদাই এই সঙ্কট থেকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি জানান,এই সঙ্কট থেকে বাঁচার জন্য দেশবাসীকে বিক্ষোভ থামাতে হবে। কারন, ‘আপনারা রাস্তায় যত বিক্ষোভ করবেন, ডলার সংস্থানের ক্ষেত্রে আমাদের তত ক্ষতি হবে।’

উল্লেখ্য, নজর না এড়ালে প্রায় প্রতিদিনই বিক্ষোভ চলছে শ্রীলঙ্কায়। জনগনের এই রোষের কারনে শ্রীলঙ্কার শাসক জোটেও ভাঙন দেখা দিয়েছে। তাতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের নেতৃত্বাধীন জোট। তাই গোতাবায়ার ভাই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মাহিন্দা বিক্ষোভরতদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার যে সংস্কারের দাবি করছেন, তা করা এখন প্রথম কাজ নয়। প্রথম কাজটি হলো এই সঙ্কট সামাল দেওয়া। তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস মহামারির পরপরই এ পরিস্থিতির মুখে পড়েছি আমরা।

অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে, সেটা জানার পরও আমরা লকডাউন দিয়েছিলাম। সে কারণেই আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভে পতন ঘটেছে। তিনি আরো বলেছেন, তার ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া এবং তিনি নিজে প্রতিটি মুহূর্ত সঙ্কট উত্তরণের পথ খোঁজার চেষ্টায় ব্যয় করছেন। এই সঙ্কটের সমাধান এক-দুই দিনে হবে না বলে জানিয়ে দেশের মানুষদের ধৈর্য ধরতে বলেছেন তিনি। নইলে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে শ্রীলঙ্কা, এমনটাই আশঙ্কা করছে শ্রীলঙ্কার শাসকদল।