চাকরিহারাদের পাশে দাঁড়ালো রাজ্যসরকার

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কলকাতা হাইকোর্টের মতোই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।

এই আবহে নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুরুতেই চাকরিহারাদের প্রতিনিধিদের দাবি শোনেন মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের প্রতিনিধিরা বলেন, আমরা দক্ষ আইনজীবীর অভাব বোধ করেছি।

সব দাবিদাওয়া শোনার পর মমতা প্রথমেই বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তাঁর হৃদয় পাথর হয়ে গিয়েছে। কোনও ‘রঙ’ না দেখেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। রাজ্য সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে আইনি লড়াই লড়বেন পাঁচজন আইনজীবী। কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ ও রাকেশ দ্বিবেদী রাজ্যের হয়ে যোগ্যদের সমর্থনে লড়বেন বলে জানান মমতা।