রাজ্যের পাশাপাশি স্বস্তি দেশের সংক্রমণের সংখ্যাও

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ তবে এই পরিস্থিতি আজ আবার কিছুটা স্বস্তি দিয়েছে দেশের কোভিড গ্রাফ। খানিকটা কমেছে দৈনিক আক্রান্ত। কমেছে অ্যাকটিভ কেসও।

একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হয়েছে। অন্যদিকে অ্যাকটিভ কেস কার্যত একই জায়গায় ঘোরাফেরা করলেও আজ কিঞ্চিৎ কম। কিন্তু সাধারণ মানুষকে যে সতর্ক থাকতে হবে তা বারবার করেই বলছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১০ জন। আবার একদিনে সুস্থ হয়েছে ৭ হাজার ০৩৪ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৮ লক্ষ ৮০ হাজার ৪৬৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৫৩ হাজার ৯৭৪ জন।

আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ২১৩ কোটি ৫২ লক্ষের বেশি ডোজ। আর গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে প্রায় ৩২ লক্ষের বেশি ডোজ। এতদিনে মোট মৃত্যু হয়েছে, ৫ লক্ষ ২৮ হাজার ০০৭ জনের।