অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক বাড়াচ্ছে স্ট্যানপ্লাস

কোম্পানির প্রসারণ পরিকল্পনা ঘোষণা করল ভারতের অগ্রণী ‘প্রাইভেট পেশেন্ট লজিস্টিক্স অ্যান্ড এমার্জেন্সি মেডিক্যাল রেসপন্স কোম্পানি’ স্ট্যানপ্লাস। হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরে রেড অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনের পর এবার কোম্পানি তার নিজস্ব অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক প্রসারিত করতে চলেছে মুম্বই, চেন্নাই, দিল্লি, কলকাতা ও পুণে শহরে।

স্ট্যানপ্লাসের এই প্রসারণ পরিকল্পনা রচিত হয়েছে আগামী পাঁচ বছরের জন্য। এইসময়ে স্ট্যানপ্লাস যত বেশি সম্ভব শহরে তার অ্যাম্বুলেন্সের বহর ছড়িয়ে দেবে। কোম্পানি তাদের মার্কেট শেয়ার বৃদ্ধির দিকেও নজর দিচ্ছে এবং তাদের পোর্টফোলিয়োতে নতুন গ্রাহকের সংখ্যাবৃদ্ধি ঘটাতে চাইছে, যাতে আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়া সম্ভব হয়।

পরিকল্পনা রূপায়নের জন্য স্ট্যানপ্লাস ম্যানপাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার ও ট্রেনিংয়ে প্রচুর বিনিয়োগ করে চলেছে। স্ট্যানপ্লাস ইতিমধ্যে বিভিন্ন শহরে নতুন ট্যালেন্ট নিয়োগ করেছে এবং ‘এফেকটিভ অপারেশনস’, ‘এক্সিকিউশন’ ও ‘গ্রোথ টার্মস’ সৃষ্টি করেছে।