স্কুল ছুটির পর লরির তলায় স্কুল ছাত্রী

স্কুল ছুটির পর রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া লরির বলি এক স্কুল ছাত্রী। সেন্ট জেভিয়ার্স স্কুলে অষ্টম শ্রেনীতে পড়তেন তিনি। ওই স্কুল ছাত্রীর সঙ্গে তার আরও দুই সহপাঠী ছিলেন। ঘটনাটি ঘটেছে খড়দহতে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশসূত্রে খবর, স্কুল ছুটির পর রূপকথা ও তার সহপাঠীরা রাস্তা পার করে ওঠে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তারপর এক্সপ্রেসওয়ের মাঝে যে কাটা জায়গা আছে সেটা দিয়ে অন্য লেনের দিকে যাচ্ছিল। এই সময়ই উল্টোদিক থেকে লরি এসে ধাক্কা মেরে চলে যায়। এক্সপ্রেসওয়েতে স্বাভাবিকের তুলনায় গাড়ির গতি বেশি থাকে। ফলে সামনে স্কুলপড়ুয়াকে দেখেও চালক সঠিক সময়ে ব্রেক কষতে পারেনি।

ঘটনাটি দেখেই স্কুলের নিরাপত্তারক্ষীরা এবং স্থানীয়রা ছুটে আসেন। তবে ততক্ষণে লরি চালক পলাতক। তিন ছাত্র-ছাত্রীকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তবে রূপকথাকে মৃত বলে ঘোষণা করা হয়।