নকশালবাড়ির রথখোলা মোড়ে হাত বদলের আগে গ্রেফতার ১ মাদক পাচারকারী! ঘটনায় উদ্ধার ২০৫ গ্ৰাম মরফিন। ধৃত সানিভাল শেখ মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। এসএসবি ৪১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা নকশালবাড়ির রথখোলা মোড়ের এশিয়ান হাইওয়েতে টহলদারি সময় সন্দেহভাজন এক ব্যক্তি আটক করে তল্লাশি চালিয়ে ২০৫ গ্ৰাম মরফিন উদ্ধার করে এসএসবি।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃত মালদা থেকে মরফিন নিয়ে হাত বদলের জন্য নকশালবাড়ির রথখোলা মোড়ে প্রতীক্ষালয়ে অপেক্ষায় করছিল। পরে আটক ব্যক্তিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।