পশ্চিমবঙ্গের দুর্গাপুরে একটি নতুন সেন্টার চালু করল ভারতের বৃহত্তম ডায়াগনস্টিক সেন্টার এসআরএল। সিমপল রুটিন টেস্ট, সেমি স্পেশালাইজড ও স্পেশালাইজড টেস্ট সহ এক মাসে প্রায় ৩০,০০০ এরও বেশি টেস্ট করার ক্ষমতা রয়েছে। এখন থেকে দুর্গাপুরবাসীরা এসআরএল-র ৩,৫০০এরও বেশি টেস্টের সুবিধা সহ বিশেষ স্বাস্থ্য পরিষেবার প্যাকেজ পাবে।
বলাবহুল্য, এই নতুন ল্যাবরেটরি চালু হওয়ার সাথে সাথে সমগ্র পশ্চিমবঙ্গে এসআরএল ল্যাবের সংখ্যা হয়ে দাঁড়ালো ১০। সমগ্র রাজ্য জুড়ে যার ২০০টির বেশি কালেকশন সেন্টারের নেটওয়ার্ক আছে। ১২০০স্কোয়ার ফুট জায়গা জুড়ে বিস্তৃত এসআরএল-র এই ল্যাবরেটরিতে হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথলজি, সেরোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথলজি এবং মলিকুলার বায়োলজি সহ একাধিক পরীক্ষাগার রয়েছে। এছাড়াও এসআরএল ডায়াগনস্টিকস, মহামারী শুরু হওয়ার পর থেকেই কলকাতার সল্টলেকের স্বীকৃত ফ্ল্যাগশিপ ল্যাবরেটরি থেকে কোভিড-১৯ পরীক্ষার পরিষেবা প্রদান করে আসছে।
এসআরএল ডায়াগনস্টিকসের সিইও আনন্দ কে বলেন,এসআরএল পশ্চিমবঙ্গ জুড়ে ল্যাবরেটরি এবং রোগী পরিষেবার একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। রোগীদের সুবিধার জন্য আমরা আমাদের হোম ভিজিট পরিষেবাগুলিকে আরও শক্তিশালী করেছি।