মন্ত্রিত্ব খোয়াতে পারেন শ্রীকান্ত!

এবার মন্ত্রিত্ব হারাতে পারেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো। দিন কয়েক আগে দলের সাংসদ,বিধায়ক সহ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যার জেরে শোকজ করা হয়েছিল শ্রীকান্ত মাহাতোকে। এবার রাজ্য সরকারের তরফে শ্রীকান্ত মাহাতোর এসকর্ট কার তুলে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে এবার কি মন্ত্রীত্ব হারাতে পারেন শ্রীকান্ত মাহাতো? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, রবিবার ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে তীব্র অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল।সেই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দলীয় কর্মীদের নিয়ে মিটিংয়ে শ্রীকান্ত মাহাতো বলেন, জুন মালিয়া,সায়নী,সায়ন্তিকা ,মিমি নুসরাতরা লুটেপুটে খাচ্ছে। এরা দলের সম্পদ হলে দল করা যাবে না। অভিষেক, সুব্রত বক্সীকে বোঝাতে চেয়েছি বুঝতে চান নি।’ ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। তার পরেই জেলা তৃনমূলের তরফে মন্ত্রীকে শোকজ করা হয়। যদিও ক্ষমা চেয়েছেন শ্রীকান্ত মাহাতো। এমনটাই দাবি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতির।