রাস পূর্ণিমা উপলক্ষে সাজছে জলপাইগুড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির

আজ রাস পূর্ণিমা। সেই উপলক্ষে টেম্পল স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী লক্ষীনারায়ণ মন্দিরে রাস পূর্ণিমা উদযাপন হতে চলেছে।, আজ রাতে সেই উৎসব যথাযোগ্য সাড়ম্বরে পালিত হবে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে।

বর্তমানে জলপাইগুড়ি পৌরসভার একমাত্র শহরে এই পূর্ণিমা উদযাপিত হবে এখানেই। বিগত তিন বছর ধরে এই উৎসব উদযাপন হচ্ছে এখানে।

হাজার হাজার মানুষের সমাগম হবে এই রাস উৎসবে বলে উদ্যোগ তারা জানিয়েছেন। এখন চলছে কিছু মন্দিরের রাস চক্রের কাজ।