শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

পাকিস্তানের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলতে পারেননা তিনি। বিশ্বকাপে শতরান করার পর সাজঘরে ফিরেই অসুস্থ হয়ে পড়েন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। তারপর দলের চিকিৎসকের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদের একটি হাসপাতালে।

১২২ রানের একটি অনবদ্য ইনিংস খেলার পর আর মাঠে ফিরতে পারলেন না মেন্ডিস। সূত্রের খবর,সাজঘরের ফেরার পর তাঁর পায়ের পেশিতে টান ধরে। ফলে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। যা থেকে বড় চোটের সম্ভাবনা ছিল। তাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনে করা হচ্ছে, হায়দরাবাদে প্রচুর গরমে দীর্ঘক্ষণ ব্যাট করায় তাঁর শরীরে জল শূন্যতা তৈরি হয়েছিল।সে কারণেই তাঁর পেশিতে টান ধরেছে।