ভারতের সাহায্যে বিপদমুক্ত হচ্ছে শ্রীলঙ্কা !

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়ে উদ্বেগের সঙ্গে রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, শ্রীলঙ্কায় আর মাত্র একদিনের পেট্রোল মজুত আছে। বিক্রমাসিংহের কথায়, সরকার তেলের তিনটি চালানের অর্থ পরিশোধের জন্য ডলার সংগ্রহ করতেও অক্ষম হয়েছে। অর্থ পরিশোধ করতে না পারায় বর্তমানে জাহাজগুলো থেকে কার্গো নামানো যাচ্ছে না। এসব জাহাজ কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে। তবে জনগণকে আশ্বস্ত করে তিনি বলেন, ভারতীয় ঋণে কেনা পেট্রোল ও ডিজেলের দুটি চালান কয়েক দিনের মধ্যে এসে পৌঁছাবে। তখন কিছুটা স্বস্তি ফিরবে।

উল্লেখ্য, গত সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। চলমান সহিংস আন্দোলনের মধ্যেই তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় শ্রীলঙ্কার মন্ত্রিসভা। এরপর এক বিবৃতিতে রাষ্ট্রপতি গোতাবায়ে রাজাপাকসে জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেশের কার্যক্রম পরিচালনায় নতুন সরকার গঠনে আমি পদক্ষেপ নিচ্ছি। সংসদের হাতে আরও ক্ষমতা দেওয়ার জন্য কিছু সাংবিধানিক সংস্কার করা হবে বলেও জানান রাষ্ট্রপতি। এরপরেই শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।