স্প্রাইট অ্যাগ্রো লিমিটেডের রাইটস ইস্যু

এগ্রিকালচার, কনট্যাক্ট ফার্মিং, গ্রিনহাউস টেকনোলজি ইত্যাদি বিবিধ ব্যাবসায় জড়িত স্প্রাইট অ্যাগ্রো লিমিটেডের রাইটস ইস্যু খুলছে ২৪ জুন থেকে। এই ইস্যু থেকে সংগৃহিত অর্থ কোম্পানির সম্প্রসারনের কাজে ব্যয় করা হবে।

২১ জুনের ক্লোজিং শেয়ার প্রাইসের (৪৫.৬৯ টাকা) ভিত্তিতে রাইটস ইস্যু পাওয়া যাবে শেয়ার পিছু ১৩.৪০ টাকায়। রাইটস ইস্যু বন্ধ হবে ১২ জুলাই। ১ টাকা ফেস ভ্যালুর ইকুইটি শেয়ার ১২.৪০ টাকা প্রিমিয়াম-সহ পাওয়া যাবে ১৩.৪০ টাকায়। কোম্পানি মোট ৩,৩৪,৮৪,৬১১টি সম্পূর্ণ পেইড-আপ ইকুইটি শেয়ার ছাড়বে।

ইকুইটি শেয়ার হোল্ডারদের ১১৫ ভিত্তিতে ১ টাকা ফেস ভ্যালুর শেয়ারপিছু ১৫টি সম্পূর্ণ পেইড ইকুইটি শেয়ার প্রদান করা হবে।ইস্যু থেকে প্রাপ্ত ৪৪.৮৭ কোটি টাকার মধ্যে ৩৪.১৫ কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এবং ১০.৩২ কোটি টাকা সাধারন কর্পোরেট প্রয়োজনে ব্যবহার করা হবে। উল্লেখ্য, ২০২৪-এর মার্চ মাসে কোম্পানি ১১ ভিত্তিতে বোনাস শেয়ার প্রদান করেছে এবং ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ারকে ভেঙে ১ টাকা ফেস ভ্যালুর শেয়ারে পরিণত করেছে।