স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দ্বিতীয় প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে জলপাইগুড়িতে

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সিক্স উইক সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ‌পর্যায়ের প্রশিক্ষণ পর্ব‌ শুরু হয়েছে জলপাইগুড়িতে। বিশ্ববাংলা‌ ক্রীড়াঙ্গনের সাই সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ৬১ জন ছেলেমেয়ে প্রশিক্ষকের‌‌ বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছেন।

মূলত টেবল‌ টেনিস ও জিমন্যাস্টিক্স বিভাগের প্রশিক্ষণ চলছে এই শিবিরে। জলপাইগুড়ি সাই সেন্টারের টেবল‌ টেনিস প্রশিক্ষক‌ রবি কানোজিয়া‌ বলেন, সাইয়ের‌ দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং ক্যাম্প চলছে। ক্রীড়া প্রশিক্ষকের জন্য সাইয়ের বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন রাজ্যের ৬১ জন নবীন প্রশিক্ষক।

এই কোর্সের মাধ্যমে তাদের জিমন্যাস্টিক ও টেবল টেনিসের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।