সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জলপাইগুড়ি জেলা জুড়ে

উত্তরে দুর্যোগ। সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। মেঘলা আকাশ, অন্ধকার নেমে এসেছে গোটা এলাকায়।ভোররাত থেকেই জলপাইগুড়ি, ধুপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বিগত কয়েকদিন থেকে একটানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। জলপাইগুড়ি করলা নদীর জল বাড়ার কারণে গতকাল রাতে ফের পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড নেতাজিপাড়া পরেশমিত্র কলোনির বেশ কিছু এলাকায় করলা নদীর জল ঢুকে পরে। চিন্তা বাড়াচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের।  আজও ফুঁসছে  তিস্তা,জলঢাকা সহ জেলার একাধিক নদী।আজও তিস্তার মেখলিগঞ্জ অসংরক্ষিত এলাকায় এবং  জলঢাকা এনএইচ ৩১  নদীতে লাল সর্তকতার পাশাপাশি এবং জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। তিস্তা নদীর দোমহানীতে  অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। বুধবার সকাল ৬ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে  ১৮২০.৬২ কিউমেক জল ছাড়া হয়েছে সেন্ট্রাল ফ্ল্যাট কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়।