আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য গুয়াহাটিতে স্পাইসহেলথ তাদের প্রথম মোবাইল টেস্টিং ল্যাবরেটরি চালু করল। এই মোবাইল ল্যাব থাকবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এবং স্যাম্পল কালেকশনের ব্যবস্থা থাকবে লোকপ্রিয় গোপীনাথ বরদোলুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই কাজের জন্য স্পাইসহেলথ যুক্ত হয়েছে ন্যাশনাল হেলথ মিশন আসামের সঙ্গে। ভারতে ১০টি শহরে স্পাইসহেলথ ২৩টি ল্যাব ও কালেকশন সেন্টার এবং ৫টি রাজ্যে ৭টি ভ্যাক্সিনেশন সেন্টার পরিচালনা করে।
বর্তমানে দেশে স্পাইসহেলথ সর্বাপেক্ষা দ্রুত বৃদ্ধিশীল ডায়াগনোস্টিক ল্যাব হিসেবে উঠে আসছে। ২০২০-এর নভেম্বরে চালু হওয়ার পর থেকে এপর্যন্ত তারা ৩.৫ মিলিয়ন আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করেছে। ২০২১-এর মে মাসে স্পাইসহেলথ গুরুগ্রামে আরও ৪টি আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার চালু করেছে, ফলে দিল্লি ও গুরুগ্রামে টেস্টিংয়ের কেন্দ্র বেড়ে ১১ হয়েছে। মহারাষ্ট্রে স্পাইসহেলথের টেস্টিং সেন্টার রয়েছে নাগপুর, ঔরঙ্গাবাদ, নাসিক ও মুম্বইয়ে। সম্প্রতি স্পাইসহেলথ ৫টি রাজ্যে কোভিড ভ্যাক্সিনেশন অভিযান শুরু করেছে। কোম্পানির তরফে ভ্যাক্সিনেশন সেন্টার চালানো হচ্ছে দিল্লির আশলোক হসপিটাল এবং হরিয়াণা, রাজস্থান, বিহার ও ঝাড়খন্ডের পরশ হসপিটালসে।