কুমারস্বামী ও মমতার সাক্ষাৎকে কেন্দ্র করে উঠছে জল্পনা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ওড়িশা সফরে গিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে তা জানা না গেলেও, দুজনেই সেই সাক্ষাতকে ‘সৌজন্য’ বলেছেন। মমতার সেই সফরের কিছু পরেই কলকাতায় তাঁর সঙ্গে দেখা করে গেলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী।

কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান কুমারস্বামী। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয়েছে। সূত্রের খবর, জোট প্রক্রিয়ার পাশাপাশি কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। তবে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর স্পষ্ট বার্তা, যেভাবে হোক বিজেপিকে হারাতে হবে। আগেরবারের মতো বিজেপি যেন কিছুই না করতে পারে।

সাম্প্রতিক সময়ে তিন বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব কলকাতায় এসেছিলেন। তারপর ওড়িশায় গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ, এবার কুমারস্বামী এলেন কালীঘাটে। তাই বিরোধী ফ্রন্ট নিয়ে একটা কিছু যে চলছে তা অনুমান করছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ।