লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে তৃণমূলের জন্য বেশ মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কুড়মিরা। শাসকদল তৃণমূলকে আর একটি ভোটও নয়! ‘কুড়মি কুড়মালি জনজাগরণ জড়ুআহি ও পদযাত্রা’ করে জনসমক্ষে এই কথা তুলে ধরছে আদিবাসী কুড়মি সমাজ।
গত এপ্রিল মাসে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি নেওয়ার পর আদিবাসী কুড়মি সমাজ জানায়, শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে এবার তাঁরা পথে নামবেন। শাসকদলকে ভোট দেবে না আদিবাসী কুড়মি সমাজ।
ওই ঘোষণা মতো এবার কুড়মি জনজাতি মানুষজনদের কাছে প্রচার করতে ‘কুড়মি কুড়মালি জনজাগরণ জুড়ুআহি ও পদযাত্রা’র কর্মসূচি নিয়েছে। আদিবাসী কুড়মি সমাজের অজিতপ্রসাদ মাহাতো বলেন,’ শাসকদল তৃণমূলকে একটা ভোটও নয়। এই বিষয়ে গ্রামে গ্রামে কুড়মি জনজাতির মানুষজনের মধ্যে আমরা প্রচার শুরু করেছি।’ এই নিয়ে যেমন নানান কাটাছেঁড়া চলছে জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। তেমনই চলছে নানান জল্পনা।