শুরু হলো জল্পনা, ফের একবার বিস্ফোরক মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ফের বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ক্ষমতায় এলে ফের পঞ্চায়েত ভোট হবে বলে মন্তব্য করলেন তিনি।

বীরভূমের সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন ছিল। সেখানে তিনি বলেন, ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে ভোট করে মানুষের পঞ্চায়েত গড়া হবে। উল্লেখ্য, জুলাই মাসে হওয়া পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের।

শুভেন্দু বলেন, ‘বালি চলছে, কয়লা চলছে, ডিসিআর চলছে, চুরি চলছে, ঠিকাদারির ভাগ চলছে, বিরোধীদের উপর অত্যাচার চলছে। সব ব্যবস্থারই নাটের গুরু হচ্ছে তোলাবাজ কয়লা ভাইপো। আগে কেষ্ট হয়ে মুড়ির টিন যেত পিসির কাছে। এখন সরাসরি পুলিশের মাধ্যমে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।’ উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা ভোট। তাই সংগঠনকে চাঙ্গা করতে ফের মরিয়া গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীও লাগাতার প্রচার শুরু করেছেন।