শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই অপেক্ষা নির্বাচনের, দিল্লি বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ৫ ই ফেব্রুয়ারিই নির্বাচন হতে চলেছে রাজধানীতে। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে।
আর তারপরেই নতুন করে চর্চায় উঠে এসেছে নূপুর শর্মার নাম। সেই নূপুর শর্মা, যাঁকে ‘পয়গম্বর বিতর্কে’ বহিষ্কার করা হয়েছিল বিজেপি থেকে। তবে নয়া জল্পনা বলছে, দিল্লি ভোটে তাঁকেই নাকি প্রার্থী হিসেবে বিবেচনা করছে দল। শোনা যাচ্ছে, বিতর্কিত প্রাক্তন মুখপাত্রকেই এই নির্বাচনী ময়দানে অন্যতম ‘বোড়ে’ হিসেবে নামানোর পরিকল্পনা করছে বিজেপি।
তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি। কিন্তু তিন বছর আগে যাঁকে নিয়ে তোলপাড় হয়েছিল দেশ, যাঁর বিতর্কিত মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি পর্যন্ত পাওয়ার অভিযোগ উঠেছিল, সেই নূপুর শর্মাকেই আবার কেন ফেরাতে চাইছে গেরুয়া শিবির?