জল্পনা তুঙ্গে, এবার অনুব্রত কন্যাকে জিজ্ঞেসাবাদ করতে পারে সিবিআই

গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল৷ তাঁর সম্পত্তির নাগাল পেতে বুধবার সকালে অনুব্রতর হিসাবরক্ষককে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷

প্রথমে শোনা যাচ্ছিল, বুধের সকালে তলব করা হতে পারে সুকন্যাকে৷ কিন্তু, সেটা করা হল না৷ এদিন সকালে শান্তিনিকেতনের কাছে পূর্বপল্লী গেস্ট হাউসে ওঠেন সিবিআই কর্তারা। সেখানেই ডেকে পাঠানো হয় অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মনীষ কোঠারিকে। তার পর থেকে চলছে টানা জিজ্ঞাসাবাদ।

ঠিক সাত দিন আগে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ এক সপ্তাহের মধ্যেই বুধবার সকালে ফের বোলপুরে পৌঁছযন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা।

সূত্রের খবর, এদিন মনীষ কোঠারির কাছে অনুব্রত-কন্যা সুকন্যার সম্পত্তির হিসাব জানতে চাইতে পারে সিবিআই। কারণ অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ মেলেনি। তাঁর অ্যাকাউন্টে তেমন লেনদেনও হয়নি।

অথচ সুকন্যার নামে একাধিক কোম্পানি রয়েছে বলে জানাতে পেরেছে সিবিআই। শুধু তাই নয়, একাধিক কোম্পানির ডিরেক্টর হিসাবেও অনুব্রত-কন্যার নাম খুঁজে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। এই কোম্পানিগুলিতে প্রচুর অর্থের লেনদেন হয়েছে।

সূত্রের খবর মনীষকে জিজ্ঞাসাবাদ করে সেই অর্থের কানারা খুঁজে পেতে চাইছে সিবিআই। মনীষকে জিজ্ঞাসাবাদের পর সুকন্যাকে জেরা করতে সিবিআই অনুব্রতর নীচুপট্টির বাড়িতে হানা দেবে কিনা, তা অবশ্য জানা যায়নি৷