আগামী নির্বাচনে তার স্থান নিয়ে বাড়ছে জল্পনা

জল্পনা তুঙ্গে আগামী নির্বাচন নিয়ে৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগ নিয়ে শোরগোল বেঁধেছিল রাজনৈতিক মহলে৷ দীর্ঘ জল্পনার পর তাতে অবশ্য জল ঢেলেছেন তিনি নিজেই৷ এরই মধ্যে বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, কংগ্রেসের পুনরুজ্জীবন কংগ্রেস নিজেই করতে পারবে, এর জন্য প্রশান্ত কিশোরকে দরকার নেই৷ তিনি আরও বলেন, কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে হাইকমান্ডের সঙ্গে তাঁর একাধিকবার  বৈঠক হয়েছে। বহু বিষয়ে তাঁরা ঐকমতও হয়েছেন। কিন্তু কংগ্রেসে অনেক বড় বড় নেতা আছেন। তাঁরাই দলের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারবেন৷

তবে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ না দেওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কেসিআর ঘনিষ্ঠতাই কি এর জন্য দায়ি? শুরু হয়েছে চর্চা চলছে। এই অবস্থায় প্রশান্তের মন্তব্য কংগ্রেস নেতৃত্ব নিয়ে বিতর্ক আরও উস্কে দিতে পারে। নেতৃত্বের সঙ্কটে ভোগা ও গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দেশের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল নিজে থেকেই ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে দাবি করে প্রশান্ত কি কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠবে। শোনা যায়, রাহুলের গান্ধী নন, প্রশান্ত নাকি চেয়েছিলেন নেতৃত্বে আসুক প্রিয়ঙ্কা৷ যদিও সেই গুজব উড়িয়ে প্রশান্ত দাবি করেন, রাহুল-প্রিয়ঙ্কা কেউই না, তিনি অন্য নাম প্রস্তাব করেছিলেন। তবে তিনি কে, সেটা ঊহ্যই রেখেছেন৷