মহিলাদের নিরাপত্তায় রাজগঞ্জে টহলে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’

জলপাইগুড়ি—নারী সুরক্ষায় আরও জোর দিতে তৈরি হয়েছে ‘বিশেষ মহিলা পুলিশ বাহিনী’। বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় এই বাহিনীকে টহল দিতে দেখা গেল। রাজগঞ্জ থানার ৭ মহিলা পুলিশের সদস্যের বাহিনী করা হয়েছে। মমতা তামাং এই বাহিনীর প্রধান।

এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশু সুরক্ষায় কাজ করবে।জানা গিয়েছে, দিনে ও রাতে এই ‌স্পেশাল বাহিনী নিয়মিত টহলদারি চালাবে।‌ এছাড়াও হেল্পলাইন নম্বর ১১২ চালু করা হয়েছে। এই নম্বরেও অভিযোগ জানানো যাবে। হেল্পলাইন নম্বরে অভিযোগ পেলেই মহিলা পুলিশবাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারী সুরক্ষায় আরও জোর দিতে এই বাহিনী তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে টহলদারি চালাবে এই বাহিনী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহিলারা।