যানজট দূর করতে কোচবিহার শহরের পথে নামলো অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, ডিএসপি ট্রাফিক, ট্রাফিক ওসি সহ পুলিশের বিশেষ টিম।
কোচবিহার শহরের রাজ পথে যানজট যেনো নিত্যদিনের ঘটনা। সাধারণ মানুষকে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোচবিহারের বিভিন্ন এলাকা কিভাবে সাধারণ মানুষের পরিষেবাকে আরো ভালো করা যায়। এই বিষয়ে খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশেষ টিম রাজ পথে নামলেন।
সেই সাথে শহরের যে সব এলাকা নিত্যদিন ট্রাফিক তাদের পরিষেবা দিতে অসুবিধার মধ্যে পড়ছেন সে সব জায়গায় খতিয়ে দেখেই তারা পথে নেমেছেন।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, কোচবিহার বাস স্ট্যান্ড যানজট নিয়ে কিছু অভিযোগ রয়েছে। এখানে তিনটা বাস স্ট্যান্ড আছে দুটো বেসরকারি এবং একটি সরকারি বাস স্ট্যান্ড। অভিযোগ আছে যে কিছু বাস তাদের রুট ঠিকমতো অনুসরণ করছেন না। আমি এখানে ডিএসপি ট্রাফিক এবং ট্রাফিক ওসিকে বলেছি, তারা যেনো বাস অ্যাসোসিয়েশন এবং পৌরসভার সাথে বসে দু-একদিনের মধ্যে ঠিক করতে হবে। যেসব জায়গায় বাস স্ট্যান্ড রয়েছে সেখানে যাতে গাড়ি দাঁড়ায় তিনটি বাস স্ট্যান্ড, কাছারি মোর, পুলিশ লাইন চৌপথি এই নির্দিষ্ট জায়গাগুলোতেই গাড়ি দাঁড়াবে। নির্দিষ্ট বাসের রুটে যদি বাস চলে এবং বাসস্ট্যান্ডে গাড়ি দাঁড়ালে যানজট অনেকটাই মুক্ত হবে।