গৌরী শঙ্কর গুহ ,কোচবিহার: কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কোচবিহার জেলাতেও ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে কোচবিহার জেলাকে। কিন্তু কোভিড-১৯ ভাইরাসের তৃতীয় ভেরিয়েন্ট ওমিক্রনের বাড়বাড়ন্তেও কোচবিহার শহরের প্রচুর সাধারণ মানুষকে সচেতন করা যায়নি। এবার কোচবিহার সদর মহকুমার শাসক রাকিবুল রহমান এবং কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাসের যৌথ উদ্যোগে আরো কড়া ভাবে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে পথে নামতে দেখা গেলো। যেসব ব্যক্তি ঠিকমতো মাস্ক পরেননি তাদের সঠিকভাবে মাস্ক পড়ার পরামর্শ দেন এবং যেসব ব্যক্তি মাস্ক ছাড়াই পথে নেমেছে তাদের জরিমানা সহ আইনী পদক্ষেপ নেওয়া হয়।
এই বিষয়ে কোচবিহার সদর মহকুমার শাসক রাকিবুল রহমান বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ দ্রুত হারে বাড়ছে। এই বিষয়ে আমাদের দেশ বিভিন্ন প্রান্তের সাথে সাথে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতে মানুষ সচেতন হয়ে গেছে। আমরাও কোচবিহারে পোস্টারিং, ক্যাম্পেনিং ছাড়াও বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। যেসব ব্যক্তি মাস্ক ছাড়া পথে নেমেছে তাদের আমরা সচেতন করছি তাছাড়া পৌরসভার পক্ষ থেকে জরিমানা করা হচ্ছে।
অপরদিকে কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস বলেন, যেসব ব্যক্তি সচেতন নয় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের এভাবেই অভিযান চলবে। সে সাথে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
ওমিক্রণ ভাইরাস ক্রমশ বাড়ছে কোচবিহার জেলায়। এই পরিস্থিতিতে প্রচুর মানুষকে মাস্ক ছাড়াই রাস্তায় বের হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কোচবিহার শহরে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হবার খবর এসেছে। এই পরিস্থিতিতে কোচবিহার জেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।