সাধারণতন্ত্র দিবসে শ্রমিকদের জন্য বিশেষ আয়োজন

দু বছর আগেই ঘোষিত হয়েছিল নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার এই প্রেক্ষিতে সাধারণতন্ত্র দিবসে আমআদমিদের জন্যই করা হল কুচকাওয়াজ দেখার বিশেষ বন্দোবস্ত৷ জানা গিয়েছে, ভারতের নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ তৈরিতে নিযুক্ত সমস্ত শ্রমিকদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে আমন্ত্রণ পেয়েছেন সবজি বিক্রেতা, রিকশা চালকরাও৷

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তাঁরা৷ সব মিলিয়ে এক হাজার মানুষ এই অনুষ্ঠানে বিশেষ অতিথির সম্মান পাবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত বছরও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন অটোচালক এবং সাফাইকর্মীরা। সাধারণত ২৬ জানুয়ারির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন না শ্রমিকরা। এবার তাঁদের কথা ভেবেই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

শ্রমিকদের পাশাপাশি তফসিলি জাতি, দিব্যাঙ্গদের মধ্যে থেকেও বহু মানুষকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কোভিড সতর্কতা মেনে দর্শক আসন কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। যাঁদের কোভিড টিকা নেওয়া আছে, কেবল তাঁদেরই অনুষ্ঠানে প্রবেশের ছাড়পত্র দেওয়া হবে। এদিকে, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার বাংলার থিম নারীর ক্ষমতায়ন।